একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চিত করতে রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি
২০১৮-১৯ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক সরকারি বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১১-০৬-২০১৮ ইং হতে ১৮-০৬-২০১৮ ইং তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিষ্ট্রেশন ফি ১৮৫/= টাকা রকেট, টেলিটক অথবা শিওরক্যাশ এর মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৭-০৬-২০১৮ ইং হতে ৩০-০৬-২০১৮ পর্যন্ত।
ভর্তি নিশ্চিত করতে রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি
কলেজে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের ফলাফল দেখার উপায়
একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ্য তথ্যবলী
কলেজ অথবা সমমান প্রতিষ্ঠানে সিলেক্শন প্রাপ্ত শিক্ষার্থীরা নিম্নলিখিত যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিম্নরুপ হারে বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে।
- টেলিটক- বোর্ডের ফি – ১৮৫ টাকা + টেলিটক সার্ভিস চার্জ – ১৪.৮০ টাকা = ১৯৯.৮০ টাকা ।
- রকেট – বোর্ডের ফি – ১৮৫ টাকা + রকেট সার্ভিস চার্জ – ৪ টাকা = ১৮৯ টাকা ।
- শিওরক্যাশ – বোর্ডের ফি – ১৮৫ টাকা + রকেট সার্ভিস চার্জ – ৩ টাকা = ১৮৮ টাকা ।
এখানে উল্লেখ্য যে ১৮ জুন, ২০১৮ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ফি প্রদান করা যাবে।
টেলিটকের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি
টেলিটকের মোবাইল ব্যবহার করে এস.এম.এস এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে। প্রার্থীকে তার এসএসসি / সমমানের পরীক্ষার বোর্ড, পাসের সন এবং রোল নম্বর ব্যবহার করে টেলিটকের মাধ্যমে ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে হবে। তবে মোবাইল ফোনে কমপক্ষে ১৯৯.৮০ টাকা ব্যালেন্স থাকতে হবে।
১. মোবাইলে ম্যাসেজ অপশনে এ গিয়ে নিম্নলিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবে :
CAD <Space> Board <space> Roll <space> Yes লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
CAD <Space> Board <space> Roll <space> Yes লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
২. উপরের বর্ণিত এস.এম.এস টি সফলভাবে সম্পন্ন হলে ফিরতি এস.এম.এস এ আবেদনকারীর নাম, শিক্ষাবোর্ড, পাসের সন এবং রোল নম্বরসহ রেজিষ্ট্রেশন ফি বাবদ ১৯৯.৮০ টাকা কেটে নেয়া হবে জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে। ফি প্রদানে সম্মত থাকলে ম্যাসেজ অপসনে গিয়ে লিখুন CAD <Space> YES <Space> PIN <Space> Contact Number লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। যোগাযোগের জন্য যে মোবাইল নম্বর দিবেন তা অবশ্যই শিক্ষার্থীর আবেদনের সময় ব্যবহৃত নম্বর হতে হবে। ফি সঠিভাবে জমা হলে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি ট্রান্সজেকসন আইডি সহ এস.এম.এস যাবে। অবশ্যই পরবর্তী কাজের জন্য মোবাইলে আসা এস.এম.এস গুলো সংরক্ষণ করে রাখুন।
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি
যেসকল মোবাইল ফোনে ডাচ বাংলা “রকেট” সার্ভিস চালু আছে- সেসকল মোবাইল ফোন দ্বারা নিম্নের পদ্ধতিতে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে। তবে মোবাইল ফোনে কমপক্ষে ১৮৮ টাকা ব্যালেন্স থাকতে হবে।
- মোবাইলে থেকে ডায়াল করুন : *322#
- প্রদর্শিত মেসেজে Bil pay এর জন্য 1 চাপুন।
- নিজের একাউন্ট থেকে Payment করতে চাইলে 1 ডায়াল করে Self অপশনে সিলেক্ট করতে হবে এবং অন্যের একাউন্ট থেকে পেমেন্ট দিতে চাইলে 2 ডায়াল করে Other অপশনে সিলেক্ট করে Enter Payer Mobiel No এর স্থলে আবেদনকারীর মোবাইল নাম্বারে দিতে হবে।
- এখানে Biller ID : 626 এন্ট্রি দিতে হবে।
- Answer প্রেস করে Bill Number এ <বোর্ড কোড> <পাসের সন> <রোল নম্বর> এন্ট্রি দিতে হবে । (স্পেস দেওয়া প্রয়োজন নেই)।
উদাহরণ : Bill Number DHA2018104285
ব্যাখ্যা : এখানে Board এর স্থলে শিক্ষার্থী নিজের এস.এস.সি পাশের বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন-Dhaka Board এর ক্ষেত্রে DHA),2018 এস.এস.সি / সমমান পরীক্ষা পাসের সনের 4 ডিজিট এবং 104285 আবেদনকারীর এস.এস.সি / সমমান পরীক্ষার পাসের রোল নম্বর।
ব্যাখ্যা : এখানে Board এর স্থলে শিক্ষার্থী নিজের এস.এস.সি পাশের বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন-Dhaka Board এর ক্ষেত্রে DHA),2018 এস.এস.সি / সমমান পরীক্ষা পাসের সনের 4 ডিজিট এবং 104285 আবেদনকারীর এস.এস.সি / সমমান পরীক্ষার পাসের রোল নম্বর।
- Answer প্রেস করে Amout ফিল্ডে 185 এন্ট্রি দিতে হবে (অতিরিক্ত ৩ টাকা ব্যাংক চার্জ প্রযোজ্য)
- Answer প্রেস করে Rocket একাউন্টের ৪ সংখ্যার গোপন পিন নাম্বার দিতে হবে।
- উক্ত প্রক্রিয়া সাকসেস হলে 16216 নম্বর থেকে একটি Payment Confirmation মেসেজ পাওয়া যাবে যার মাধ্যমে ট্রান্সজেকশন আইডি উল্লেখ থাকবে। – যা ভবিষ্যতে প্রয়োজনের সংরক্ষন করতে হবে।
- বিভিন্ন শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয়ের কোর্ডসমূহ :
ঢাকা বোর্ড : DHA কুমিল্লা বোর্ড : COM রাজশাহী বোর্ড : RAJ যশোর বোর্ড : JES চট্রগ্রাম বোর্ড -CHI বরিশাল বোর্ড : BAR সিলেট বোর্ড : SYL মাদরাসা বোর্ড : MAD দিনাজপুর বোর্ড : DIN বাংলাদেশ কারিগরি বোর্ড : TEC বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যাল : BOU ।
শিওরক্যাশ এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি
- শিওরক্যাশ এর মেনু পেতে ডায়াল করুন : *495#
- এরপর Payment অপশন নির্বাচন করুন।
- Payee Account of Keyword : CADR লিখতে হবে।
- Student ID <বোর্ড কোড> <পাশের সন> <রোল নম্বর > এন্ট্রি দিতে হবে ( স্পেস দেওয়ার প্রয়োজন নেই )
- Student Mobile Number লিখতে হবে।
- Student এর নাম সহ Amount Tk 185 প্রদর্শিত হবে এবং মোবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করলে পেমেন্ট সাকসেস লিখে একটি ম্যাসেজ আসবে।
- বিভিন্ন শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয়ের কোর্ডসমূহ :
ঢাকা বোর্ড : DHA কুমিল্লা বোর্ড : COM রাজশাহী বোর্ড : RAJ যশোর বোর্ড : JES চট্রগ্রাম বোর্ড -CHI বরিশাল বোর্ড : BAR সিলেট বোর্ড : SYL মাদরাসা বোর্ড : MAD দিনাজপুর বোর্ড : DIN বাংলাদেশ কারিগরি বোর্ড : TEC বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যাল : BOU ।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
0 মন্তব্য সমূহ: