প্রতিবছরের মতো এবারো যথাযথ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশ করা হবে। বাংলাদেশে শিক্ষা মন্ত্রালয় হতে জানানো হয়েছে আগামী ১৯ জুলাই ২০১৮ সাল রোজ বৃহষ্পতিবার এ বছরের এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফল তুলে দেবেন। শিক্ষা মন্ত্রালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আরফাজুর রহমান এ তথ্য জানিয়েছে। আরফাজুর রহমান বলেন, ওইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। গত ২রা এপ্রিল ২০১৮ সাল হতে সারা দেশে একযোগে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সুষ্ঠু-সুন্দর পরিবেশের মাধ্যমে পরীক্ষার্থীরা ভালো রেজাল্টের আশায় পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১৩মে ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ময়মনসিংহের একটি কেন্দ্রে ভুল করে ভূগোল দ্বিতীয়পত্রের প্রশ্নের প্যাকেট খোলায় পরীক্ষাটি ২৩ এপ্রিলের সোমবার পরিবর্তে স্থগিত করে ১৪ মে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার পরে ব্যবহারিক পরীক্ষা ১৪ থেকে ২৩ মে পর্যন্ত চলেছে।
এইচ.এস.সি ও সমমান ২০১৮ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ
এইচ.এস.সি পরীক্ষা ২০১৮ সালের সংক্ষিপ্ত কিছু তথ্য
পরীক্ষা কেন্দ্র সংখ্যা | ২ হাজার ৫৪১টি |
মোট পরীক্ষার্থীর সংখ্যা | ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন |
মোট ছাত্র সংখ্যা | ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন |
মোট ছাত্রী সংখ্যা | ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন |
সাধারণ বোর্ডের পরীক্ষার্থী | ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন |
মাদরাসা বোর্ডের পরীক্ষার্থী | ১ লাখ ১২৭ জন |
কারিগরিতে বোর্ডের পরীক্ষার্থী | ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন |
গত বছরের মোট পরীক্ষার্থী | ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন |
গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে | ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন |
এইচ.এস.সি পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণী
এবছর এইচ.এস.সি পরীক্ষায় দেশের বাহিরের ৭টি কেন্দ্রে ২২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে ১৫৯ জন ছাত্র এবং ১৪০ জন ছাত্রী।এবার ২৪টি বিষয়ের ৫৪টি পত্রের পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। গত বছররের তুলনায় এবার পরীক্ষায় ২দিন সময় কমিয়ে আনা হয়েছিল। এবার তত্তীয় পরীক্ষা ৪২ দিনে শেষ করা হয। ২০১৬ সালে ৬৮ দিন তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের দুভোর্গ কমাতে পরীক্ষার সময় কমানোর কথা বলে আসছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।পরীক্ষার শুরুতে বহুনির্বাচনী অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা নেওয়া হয়। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘন্টা রাখা হয়। এমসিকিউ এবং সৃজশীল অংশের মধ্যে কোন বিরতী রাখা হয়নি। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘন্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়।
অনলাইনের মাধ্যমে যেভাবে জানা যাবে এইচ.এস.সি পরীক্ষা ২০১৮ সালের ফলাফল
অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এইচ.এস.সি ফলাফল জানার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ইন্টারনেট সংযোগসহ স্মার্টফোন বা কম্পিউটার। স্মাটফোন বা পিসির যেকোন একটি ব্রাউজার প্রথমে সিলেক্ট করে সেখানে সার্চ করতে হবে বাংলাদেশে শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট যার লিংক হচ্ছে :
>> http://www.educationboardresults.gov.bd <<
লিংকটি কপি করে ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের ছবির মত একটি ইন্টারফেস চোখে পড়বে। সেখানে আপনার কাক্ষিত রেজাল্টের জন্য নির্ধারিত কিছু তথ্য প্রবেশ করাতে হবে। প্রথমেই দিতে হবে পরীক্ষার নাম : যেমন > এইচ.এস.সি তারপর দিতে হবে পরীক্ষায় বছর : যেমন > ২০১৮ এরপর বোর্ড সিলেক্ট করতে হবে : যেমন ঢাকা বোর্ড । এইচ.এস.সি পরীক্ষার রোল নং ও রেজিষ্ট্রেশন নং দিয়ে সংক্ষিপ্ত ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি উপরের তথ্যগুলো সঠিকভাবে দেওয়া হয়ে থাকে তাহলে কাক্ষিত ফলাফল প্রদর্শন করা হবে ওয়েবসাইটে।
বি:দ্র:- সারাদেশে একযোগে এইচ.এস.সি ফলাফল প্রকাশের কারণে ওই দিন প্রায় সকল সাধারণ শিক্ষার্থীরা এই সাইটের মাধ্যমে ফলাফল জানার চেষ্ঠা করবে। তাই কার্যত স্বাভাবিকভাবে এই ওয়েব সাইটের সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি প্রথমে এই সহজ পদ্ধতিটির মাধ্যমে চেষ্ঠা করুন যদি ফলাফল পেতে দেরি হয় তাহলে নিচের বিকল্প পদ্ধতিগুলো অনুসরণ করুন।
অনলাইনের মাধ্যমে এইচ.এস.সি পরীক্ষা সালের ফলাফল
সকল শিক্ষা-বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এইচ.এস.সি পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি
উপরোক্ত ওয়েবসাইট বা পদ্ধতিটির মাধ্যমে ফলাফল পেতে দেরি অথবা ব্যর্থ হলে আপনি নতুন আরেকটি পদ্ধতিটিতে চেষ্ঠা করতে পারেন। আপনাদের অনেকেরই হয়তো জানা নেই উপরোক্ত ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সকল শিক্ষা-বোর্ডের তাদের পৃথক পৃথক নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেখানে আপনি অপেক্ষাকৃত সহজে উপায়ে ফলাফল জানতে পারেন। কেননা বেশিরভা্গই উপরোক্ত ওয়েবসাইটের সাথে পরিচিত কিন্তু খুব কমসংখ্যক মানুষ নিচের ওয়েব-সাইটগুলো ব্রাউজ করে ফলাফল যাচাই করে। তাহলে চলুন একপলকে দেখে নিন সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো লিংক সমূহ :
মোট ১০টি শিক্ষা-বোর্ডের ওয়েবসাইট লিংক
সকল বোর্ডের ওয়েবসাইট লিংক | http://www.educationboardresults.gov.bd/ |
ঢাকা বোর্ডের ওয়েবসাইট লিংক | http://eboardresults.com/app/stud/ |
চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট লিংক | http://old.bise-ctg.gov.bd/result |
কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট লিংক | http://comillaboard.portal.gov.bd/ |
বরিশাল বোর্ডের ওয়েবসাইট লিংক | http://www.barisalboard.gov.bd/ |
যশোর বোর্ডের ওয়েবসাইট লিংক | http://www.jessoreboard.gov.bd/ |
সিলেট বোর্ডের ওয়েবসাইট লিংক | http://result.sylhetboard.gov.bd/hsc/mark.php |
দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট লিংক | http://www.dinajpurboard.gov.bd/ |
মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট লিংক | http://www.bmeb.gov.bd/ |
কারিগরি বোর্ডের ওয়েবসাইট লিংক | http://www.bteb.gov.bd |
অনলাইনে এইচ.এস.সি ফলাফল জানার আরোও একটি বিকল্প পদ্ধতি
উপরোক্ত দুইটি পদ্ধতিতেও যদি আপনার প্রত্যাশিত এইচ.এস.সি ফলাফল পেতে সমস্যা হয় তাহলে বিকল্প আরোও একটি পদ্ধতির মাধ্যমে সর্বশেষ চেষ্ঠা করে দেখবেন আশা করি। নিচের ওয়েবসাইটের মাধ্যমে আপনি শুধু আপনার ফলাফল দেখতে পারবেন না বরং আপনার প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থীর ফলাফল জানতে পারবেন। নিমোক্ত ওয়েবসাইটের লিংক হতে ফলাফল জানতে আপনার প্রয়োজন হবে আপনার বোর্ডের নাম এবং আপনার নির্ধারিত প্রতিষ্ঠানের নাম ও জেলার নাম লিখে সার্চ দিলেই আশা করি পেয়ে যাবেন। উপরের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে সাবমিট করৈ তারপর একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে সেই পিডিএফ থেকে আপনার রোল নম্বরের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ওয়েবাসইট লিংক নিচে দেওয়া হল।
>> http://mail.educationboard.gov.bd <<
এস.এম.এস এর মাধ্যমে যেভাবে জানা যাবে এইচ.এস.সি পরীক্ষা ২০১৮ সালের ফলাফল
আপনার কাছে যদি ইন্টারনেট ব্যবস্থা না থাকে তাহলেও আপনি এইচ.এস.সি ফলাফল খুব সহজেই জানতে পারবেন আপনার হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে। আপনার প্রয়োজন হবে শুধু মাত্র একটি যেকোন অপারেটর সংযোগ ( মোবাইল সিম ) ও সেই সাথে এস.এম.এস পাঠানোর মত পর্যাপ্ত ২.৫ টাকার নূন্যত্তম মোবাইল ব্যালেন্স। যদি আপনার কাছে উপরে উল্লোখ্য দুইটি জিনিসের ব্যবস্থা থাকে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে ফলাফল জানার সুযোগ পাবেন।
যে কোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন HSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> Year এবং পাঠিয়ে দিন 16222
নিম্নে একটি নমুনা উদাহরণ দেওয়া হল : বুঝতে সমস্যা হলে অনুসরণ করুন
- প্রথমে টাইপ করুন HSC তারপর স্পেস
- আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর তারপর স্পেস। যেমন ঢাকা বোর্ড হলে DHA
- অাপনার এইচ.এস.সি রোল নং দিন তারপর আবার স্পেস দিন
- এবার আপনার পরীক্ষার বছরের সাল দিন । যেমন 2018
- সর্বশেষ পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
- ফিরতি এস.এম.এস আপনাকে জানিয়ে দেওয়া হবে এইচ.এস.সি ফলাফল ।
এইচ.এস.সি ফলাফল জানতে পারবেন একটি ফেসবুক-গ্রুপ হতে
আপনি যদি চান উপরোক্ত ঝামেলা থেকে মুক্ত থেকে খুব সহজ মাধ্যমে আপনার এইচ.এস.সি ফলাফল জানতে । তাহলে আপনাকে সহযোগিতা করবে একটি ফেসবুক-গ্রুপ । সেজন্য অাপনাকে আপনার ফেসবুক আইডি থেকে এই ফেসবুক-গ্রুপে জয়েন করতে হবে। এরপর আপনার নাম + বোর্ড + বছর + রোল নং + রেজিষ্ট্রেশন নং লিখে যত-দ্রুত সম্ভব একটি পোষ্ট করে রাখতে হবে। এরপর কাজ হলো কাক্ষিত দিন পর্যন্ত আপনার এইচ.এস.সি ফলাফলের জন্য অপেক্ষা করা। আপনি যদি অলস ব্যক্তি না হন তাহলে অনুরোধ থাকবে ফলাফল পাওয়ার আশায় শুধু এই গ্রুপের অপেক্ষায় থাকবেন না। আপনার রেজাল্ট পেতে আপনি যথাসম্ভব চেষ্টা করুন। কেননা ওই দিন সারাদেশে একযোগে এইচ.এস.সি ফলাফল প্রকাশ করার কারণে নিদিষ্ট কিছু অনলাইন ব্যবস্থা ক্ষাণিকটা দুর্বল হয়ে পড়বে। অতত্রব একটি অনুরোধ গ্রুপের এডমিন ও মডারেটরদের বিরক্ত না করে তাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার জন্যই গ্রুপে এই সুবিধা গ্রহণ করা হবে তাই একটি সুন্দর পরিবেশ করে দেওয়া আপনার দ্বায়িত্ব।
গ্রুপে জয়েন করে একটি পোষ্ট করুন
ফেসবুক–গ্রুপে পোষ্ট করার জন্য নিচের তথ্যটি পুনরায় অাবার দেখে নিতে পারেন
- আপনার নাম
- বোর্ডের নাম
- বছর
- রোল নং
- রেজিষ্ট্রেশন নং
0 মন্তব্য সমূহ: