এই মাত্র
লোডিং...
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের দুরত্ব প্রায় ১০০ কিলোমিটার। বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহ সদর হতে ২২ কিলোমিটার দূরে ত্রিশাল উপজেলার কবির স্মৃতি বিজড়িত স্থান বটতলায় অবস্থিত। জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীর বিভিন্ন ইউনিটের বিভাগসমূহের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট বিভাগের নাম ও আসন সংখ্যা

ইউনিটবিভাগের নাম ও সংখ্যামোট আসন সংখ্যা
এল(১) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ-৫৫ এবং (২) ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ-৫০১০৫
এপি(১) সংঙ্গীত-৫৫ (২) চারুকলা-৪০ (৩) থিয়েটার এন্ড পারফরম্যান্স-৩০১৫০
বি(১) কম্পিউটার (সিএসই)-৪০ (২) ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক(ইইই)-৪০ (৩) এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএসই)-৪০১২০
সি(১) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি-৫০ (২) ফিন্যান্স এন্ড ব্যাংকিং-৫০ (৩) হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজম্যান্ট-৫০১৫০
ডি(১) অর্থনীতি-৫৫ (২) লোক প্রশাসন-৫৫ (৩) আইন ও বিচার-৫৫ (৪) ফোকলোর-৫৫ (৫) নৃবিজ্ঞান-৫৫ (৬) পপুলেশন সায়েন্স-৫৫ (৭) স্থানীয় সরকার ও নগর উন্নয়ন-৫৫৩৮৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে ৫ ইউনিটের ১৮ টি পৃথক পৃথক বিভাগের সর্বমোট ৯১০ টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখতে

http://www.jkkniu.edu.bd/attach/Admission%20Advertisement%202018-19.pdf

বিশ্ববিদ্যালয়ের আবদনকারীর নূন্যতম যোগ্যতার বিবরণ

যে সকল শিক্ষার্থী ২০১৫ বা ২০১৬ সালে এস.এস.সি/সমমান এবং ২০১৭ বা ২০১৮ সালে এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থী কেবলমাত্র নিম্নবর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে উপরোক্ত ইউনিটসমূহের ভর্তি পরীক্ষায় অংশগ্রহের জন্য আবেদন করতে পারবে।

ইউনিটএসএসসি ও এইচ এস সি / সমমানের পরীক্ষায় চতুর্থবিষয়সহ জিপিএএইচ এস সি / সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ও বিভাগীয় শর্তসমূহ
 এল১. মানবিক শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
২. ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
৩. কারিগরি/মাদ্রাসাসহ অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.৫০ থাকতে হবে।
৪. ইংরেজি বিভাগে আবেদনের ক্ষেত্রে উভয় পরীক্ষায় ইংরেজি বিষয়ে আলাদাভাবে জিপিএ ৫.০০ এর মধ্যে অবশ্যই জিপিএ ৪.০০ থাকতে হবে।
ইংরেজী ভর্তির ক্ষেত্রে-
১. এমসিকিউ পরীক্ষায় ইংরেজী ৪৫ নম্বরের মধ্যে নূন্যতম ১৮ নম্বর পেতে হবে।
২. এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে পুনরায় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক ৩০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।উক্ত পরীক্ষায় নূন্যতম ১২ নম্বর পেতে হবে। তবে কোটায় ভর্তিচ্ছু প্রার্থিদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় নূন্যতম ১০ নম্বর পেতে হবে।
এপি১. মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
২. বিজ্ঞান শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
৩. কারিগরি/মাদ্রাসা/প্রি-ডিগ্রীসহ অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট ৮.০০ থাকতে হবে।
উক্ত বিভাগ সমূহে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
বি১. বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
২. ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটিতে সর্বনিম্ন জিপিএ ২.৫ সহ (জিপিএ-৪.০০ স্কেলে) সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
সি১. উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ থাকতে হবে।
২. ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
৩. বিজ্ঞান, কারিগরি ও অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বমট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
এই ইউনিটের সকল বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পেতে হবে।
ডি১. বিজ্ঞান শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
২. মানবিক শাখার জন্য উভয় পরীক্ষার সবৃনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
৩. কাপিরগরি / অন্যান্য শাকার জন্য উভয় পরীক্ষার সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
এমসিকিউ পরীক্ষায় ইংরেজীতে ৩০ এর মধ্যে অবশ্যই ১২ নম্বর পেতে হবে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আবদনকারীর করার নিয়মাবলী

কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ

  • ভর্তি আবেদন শুরু হয়েছে ০২/১০/২০১৮ ইং তারিখ হতে।
  • ভর্তি আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০১৮ ইং রাত ১২:০০ পর্যন্ত।
  • ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ : নিম্নে দেওয়া হল
ইউনিটতারিখবার
এল১১/১১/২০১৮রবিবার
এপি১২/১১/২০১৮সোমবার
বি১৩/১১/২০১৮মঙ্গলবার
সি১৪/১১/২০১৮বুধবার
ডি১৫/১১/২০১৮বৃহষ্পতিবার
বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তগুলো ইন্টারনেট এবং বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান  করার চেষ্টা করা হয়েছে। তার পরেও নির্ধারিত কতৃপক্ষ কতৃর্ক বিভিন্ন ধরণের পরিবর্তন বা পরিমার্জন ও অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হতেই পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের খুবই প্রয়োজন হয় তাহলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এর ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। উল্লেখিত তথ্যগুলো গুলো শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করতে পারবে।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ:

0