এই মাত্র
লোডিং...
২০১৯ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহে ভর্তির বিজ্ঞপ্তি

২০১৯ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহে ভর্তির বিজ্ঞপ্তি

১. ক্যাডেট কলেজসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।ঐতিহ্যবাহী এই সকল শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে ক্যাডটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তি হিসেবে গড়ে তোলে। সামরিক অফিসারের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষন এবং নেতৃত্বের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলা হয় যাতে, ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে। বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯টি এবং ০৩টি সহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। সকল ক্যাডেট কলেজে ২০১৯ সালে ৭ম শ্রেণীতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

ক্যাডেট কলেজসমূহে ভর্তির বিজ্ঞপ্তির তথ্য

২. পরীক্ষা পদ্ধতি।
ক) ধাপ/পরীক্ষা – লিখিত পরীক্ষা
নম্বর/যোগ্যতা – ১৪০ নম্বর ও ১৬০ নম্বর
বিষয় – ইংরেজী ও সাধারণ জ্ঞান । গণিত ও বাংলা
তারিখ ও সময় – ০৪ জানুয়ারি ২০১৯ তারিখ, ০৯০০-১১০০ ঘটিকা পর্যন্ত

খ) ধাপ/পরীক্ষা – মৌখিক পরীক্ষা
নম্বর/যোগ্যতা – ৫০ নম্বর
বিষয় –
তারিখ ও সময় – ০৪ জানুয়ারি ২০১৯ তারিখ, ১৪০০-১৬৩০ ঘটিকা পর্যন্ত

গ) ধাপ/পরীক্ষা – স্বাস্থ্য পরীক্ষা
নম্বর/যোগ্যতা – যোগ্য/অযোগ্য
বিষয় –
তারিখ ও সময় – মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান লিখিত পরীক্ষার ফলাফলের সহিত ওয়েবসাইটে উল্লেখ করা হবে।

উল্লেখিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সামগ্রিক মেধা তালিকা অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

৩. প্রার্থীর যোগ্যাতা :
ক) জাতীয়তা : প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে।
খ) শিক্ষাগত যোগ্যাত : প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ) বয়স: ০১ জানুয়ারি ২০১৯ তারিখ বয়স সর্বোচ্চ ১৩ বছর ০৬ মাস হবে।
ঘ) শারীরিক যোগ্যতা :
উচ্চত : নূন্যতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)
সুস্থতা : প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
দৃষ্টি শক্তি।

চশমাবিহীন : এক চক্ষুতে : ৬/১২ । অন্য চক্ষুতে : ৬/১৮
চশমাসহ : এক চক্ষুতে : ৬/৬ । অন্য চক্ষুতে : ৬/৬
মন্তব্য : চশমার পাওয়ার কোন চক্ষুতেই “দুডি” এর অধিক হবেনা। এ্যাসটিগম্যাটিজম এর ক্ষেত্রে হিসাব করতে হবে।

৪. অযোগ্যতা । নিম্নলিখিত কারণসমূহের জন্য প্রার্থী ভর্তি প্রক্রিয়ার যে কোন ধাপে অযগ্য হিসেবে বিবেচিত হবে।
ক) পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হওয়া।
খ) লিখিত,মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে।
গ) গ্রস নকনী, ফ্লাট ফুট,কালার ব্লাইন্ড,ও অতিরিক্ত ওজন।
ঘ) এ্যাজমা,মৃগী,হৃদরোগ,বাত,বাতজ্বর,যহ্মা,পুরাতন আমাশয়,হেপাটাইটিস,ডিওডনাল আলসার, রাতকানা,যেকোন প্রকার ডায়াবেটিস, হেমোফাইলিয়া, বিছানার প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত।
ঙ) স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিিহৃত অন্যান্য কারণ।

৫। আবেদন করার সময়সূচি । ১৭ নভেম্বর ২০১৮ তারিখ সকাল ০৮০০ ঘটিকা থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

৬. লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহ প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা এবং যোগাযোগ নম্বর। লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা এবং যোগাযোগ নম্বরসমূহ নিম্নরুপ :

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তগুলো ইন্টারনেট এবং বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান  করার চেষ্টা করা হয়েছে। তার পরেও নির্ধারিত কতৃপক্ষ কতৃর্ক বিভিন্ন ধরণের পরিবর্তন বা পরিমার্জন ও অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হতেই পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের খুবই প্রয়োজন হয় তাহলে ক্যাডেট কলেজসমূহের ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। নিমোক্ত তথ্যগুলো গুলো শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করতে পারবে।
আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ
উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ:

0