শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
নেত্রকোণা জেলায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এর ২টি অনুষদের অন্তভুর্ক্ত মোট ৩টি বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণীতে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করা যাচ্ছে।উক্ত ভর্তি বিজ্ঞপ্তি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।নিম্ন বর্ণিত আবেদনের যোগ্যতা ও শর্ত স্বাপেক্ষে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম শ্রেণি ভর্তি
বাংলাদেশের সর্বশেষ প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় নেত্রকোণা জেলায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) ১ম শ্রেণির ভর্তির জন্য অর্ন্তভূক্ত রয়েছে ২টি অনুষদের সর্বমোট ৩ বিভাগ।নিম্নবর্ণিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিটি প্রদান করা হল :
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নূন্যতম যোগ্যতা
২০১৫ এবং ২০১৬ সালের এসএসসি/সমমান ও ২০১৭ এবং ২০১৮ সালের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- কলা অনুষদ : সকল বিভাগের জন্য আবেদনের সর্বনিম্ন জিপিএ এসএসসি = ৩.০০ ও এইচএসসি =৩.০০
- সামাজিক বিজ্ঞান অনুষদ : সকল বিভাগের জন্য আবেদনের সর্বনিম্ন জিপিএ এসএসসি = ৩.০০ ও এইচএসসি =৩.০০
ভর্তির জন্য নর্ধারিত অনুষদ, বিভাগ, আসন সংখ্যা
- কলা অনুষদ : বাংলা বিভাগ : আসন সংখ্যা : ৩০
- সামাজিক বিজ্ঞান অনুষদ : ইরেজী বিভাগ : আসন সংখ্যা : ৩০
- সামাজিক বিজ্ঞান অনুষদ : অর্থনীতি বিভাগ : আসন সংখ্যা : ৩০
অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন
- কলা অনুষদ : বাংলা-৩০, ইংরেজী-৩০ ও সাধারণজ্ঞান-৬০ নম্বর পরীক্ষা
- সামাজিক অনুষদ : বাংলা-৩০, ইংরেজী-৩০, অর্থনীতি-২০ ও সাধারণজ্ঞান-৪০ নম্বর পরীক্ষা
ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ্য তারিখ ও সময়
আবেদন শুরু হবে : রোজ বুধবার,০৫ ডিসেম্বর, ২০১৮ ইং
আবেদনের শেষ সময় : রোজ মঙ্গলবার,১৮ ডিসেম্বর, ২০১৮ ইং
প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময় : রোজ বৃহষ্পতিবার,২০ডিসেম্বর, ২০১৮ ইং
আবেদন ফি : ৭০০ টাকা।
ভর্তি পরীক্ষার সময়, তারিখ ও পদ্ধতি
কলা অনুষদ : এমসিকিউ পরীক্ষা : সকাল ১১:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত
লিখিত পরীক্ষা : দুপুর ১২:০০টা থেকে ১২:৩০টা পর্যন্ত
সামাজিক বিজ্ঞান অনুষদ : এমসিকিউ পরীক্ষা : সকাল ২:০০টা থেকে ৩:০০টা পর্যন্ত
লিখিত পরীক্ষা : দুপুর ৩:০০টা থেকে ০৩:৩০টা পর্যন্ত
২২ ডিসেম্বর,২০১৮(শনিবার)
ক) বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা নিমোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে
খ) এমসিকিউ পরীক্ষা ১২০ নম্বরের মধ্যে পাস নম্বর ৫০। লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে পাস নম্বর ১২।
গ) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের থেকে আসন সংখ্যায় ১০গুণ অনুপাতে লিখিত পরীক্ষার খাতা মুল্যায়ন করাহবে।
ঘ) এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
ঙ) প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি ভার্সন (প্রযোজ্য ক্ষেত্রে) হবে। সে সকল প্রার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক,তাদের আবেদনের সময় নির্ধারিত অপশনে সিলেক্ট করতে হবে।
চ) ভর্তি পরীক্ষার প্রতিটি এমসিকিউ প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
ছ) ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে।
0 মন্তব্য সমূহ: