এই মাত্র
লোডিং...
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০১৯

ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০১৯

দাতব্য প্রতিষ্ঠান ইবনেসিনা ট্রাস্ট এর পক্ষ হতে শুরু হয়েছে “ইবনেসিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০১৯”।ইবনেসিনার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে “শিক্ষাবৃত্তি কর্মসূচী ২০১৯” বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। ২০১৮ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়,ইঞ্জিনিয়ারিং,কৃষি,মেডিকেল কলেজ, মাদরাসা,আন্ডার গ্রাজুয়েট ও মডিকেল টেকনোলজি পর্যায়ে শুধুমাত্র সরকারী প্রতিষ্ঠানসমূহে অধ্যয়রত আর্থিকভাবে স্বচ্ছল নয় এরকম শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগীতা প্রদানের লক্ষ্যে ইবনেসিনা ট্রাস্টের পক্ষ হতে অনলাইনে আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে।

অনলাইনে আবেদনের শেষ তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০১৯ ইং বিকাল ৫ ঘটিকা

ইবনেসিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি কার্যক্রম ২০১৯
ইবনেসিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি কার্যক্রম ২০১৯

ইবনেসিনা ট্রাস্ট (শিক্ষাবৃত্তি ২০১৯)
বাড়ী নং#৪৮, রোড নং#৯/এ ধানমন্ডি,ঢাকা-১২০৯

অনলাইনে আবেদন করার নিয়ম

১। আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়,মাদরাসা,মেডিকেল কলেজ/মেডিকেল টেকনোলজি কোর্সে অধ্যয়নরত ১ম বর্ষের নিয়মিত ছাত্র-ছাত্রী হতে হবে।

২। আবেদনকারী ছাত্র-ছাত্রীকে এস.এস.সি/দাখিল ও এইচ.এস.সি/ আলিম অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।

৩। *(স্টার) চিহৃইত স্থানগুলো অবশ্যই পূরণ করতে হবে।

৪। বৃত্তির আবেদনপত্র অপূর্ণাঙ্গ বা যথাযথ না হলে বাতিল বলে গন্য হবে।

৫। বৃত্তি নবায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ১৭ ডিজিটের একাউন্ট নাম্বার দিতে হবে।

৬। ফরম সাবমিট পূর্বে ভাল করে সকল প্রকার তথ্র যাচাই করে সাবমিট করতে হবে।সাবমিট করার পর কোন প্রকার নবায়ন করার সুযোগ নেই।

৭। একজন আবেদনকারী একাধিক আবেদন করতে পারবেন না।

৮। বৃত্তি প্রাপ্ত শিক্ষাথর্তীগণকে বৃত্তি নবায়নের জন্য পূনরায় আবেদন করতে হবে।

৯। অনলাইনে এর মাধ্যমে সাবমিট করা ফরম প্রিন্ট করে ফরম স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন ঠিকানায় জমা দিতে হবে।

১০। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭-০২-২০১৯ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ।

১১। সরাসরি অথবা ডাকযোগে আবেদন পত্রের হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ ০৫-০৩-২০১৯ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত।

আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে

১। এস.এস.সি পরীক্ষা থেকে বিগত সকল পরী্ক্ষার ফলাফলের সত্যায়িত কপি।

২। বৃত্তির জন্য প্রথম আবেদনকারী ও নবায়নকারী উভয় ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার মার্কশীট/সেমিস্টারের ফলাফলে সত্যায়িত কপি।

৩। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশপত্র শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্যাডে।

৪। যারা সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের ভর্তির মূল মানিরিসিটের ফটোকপি।

৫। পিতা/অভিভাবকের আয়ের বিবরণী স্থানীয় চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হওয়া বাঞ্চনীয়।

৬। পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৭। আবেদনকারী ইয়াতিম হলে স্থানীয় চেয়ারম্যান/জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র।

৮। আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়নপত্র।

৯। মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে, মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি।

১০। বৃত্তির আবেদন পত্রের খামের উপর “ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি” লেখা বাঞ্চনীয় ।

ইবনেসিনা শিক্ষাবৃত্তি অনলাইনে আবেদন করার নিয়ম
ইবনেসিনা শিক্ষাবৃত্তি অনলাইনে আবেদন করার নিয়ম

ইবনেসিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তির অনলাইনে আবেদন লিংক

ইবনে সিনা শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন ফরম সাবমিট করতে এবং অনলাইন লিংক পেতে সরাসরি ইবনেসিনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের ফেসবুকই পেইজে ইনবক্স করুন আপনাকে সর্বাত্মোক সহযোগীতা প্রদান করা হবে। ধন্যবাদ।

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তগুলো ইন্টারনেট এবং বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান  করার চেষ্টা করা হয়েছে। তার পরেও নির্ধারিত কতৃপক্ষ কতৃর্ক বিভিন্ন ধরণের পরিবর্তন বা পরিমার্জন ও অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হতেই পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের খুবই প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। নিমোক্ত তথ্যগুলো গুলো শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করতে পারবে।

আমাদের সাথে যুক্ত হতে চাইলৈ : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ:

0