এই মাত্র
লোডিং...
এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ/এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ/এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ/এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ নোটিশ প্রকাশিত হয়েছে। SSC Board challenge 2023। SSC Result Recheck 2023। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ জুলাই ২০২৩ইং তারিখে।এই বছর এসএসসি পরীক্ষার ফলাফল খুব দ্রুতই প্রকাশিত করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীরা খুব সহজেই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রি-রেজিষ্ট্রেশন করার মাধ্যমে ঘরে বসে জানতে পেরেছে।এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই ধারাবাহিক প্রতিবছরের ন্যায় শিক্ষাবোর্ড কর্তৃক পরীক্ষার্থীদের এসএসি বোর্ড চ্যালেঞ্জ/খাতা পুনঃনিরীক্ষণ /ফলাফল পুনঃমূল্যায়ন করার একটি সুযোগ প্রদান করে।এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিম্নে তুলে ধরা হল।

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৪ নোটিশ

এস.এস.সি পরীক্ষার প্রকাশিত ফলাফল হতে প্রদর্শিত হয়েছে,এ বছরের গড় পাশের হার শতকরা ০০.০০% (অপেক্ষমান)। যা অন্যান্য বারের চাইতে পরীক্ষার পাশের হার বৃদ্ধি পেয়েছে। অপর দিকে বেড়েছে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা।পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষার্থীদের একটি সুযোগ প্রদান করে, পরীক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল আশানূরুপ হয়নি বা ফলাফল নিয়ে সন্দিহান হয়ে পড়ে তারা খাতা মুল্যায়ন বা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারে। এবারও তার ব্যক্তিক্রম নয় প্রতিবছরের ন্যায় এবার-ও খাতা মূল্যায়ন / ফলাফল পুনঃনিরীক্ষণ / বোর্ড চ্যালেঞ্জ” (বিভিন্ন নামে সুবিধাটি পরিচিত) সুবিধাটি থাকছে এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর প্রদানে ভুল-ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষদ মিলয়ে দেখা হয় । এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩ এর জন্য আপনাকে নিদিষ্ট একটি ফি প্রদান পূর্বক বাংলাদেশ শিক্ষা বোর্ডের নিকট আবেদন করতে হবে।

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ করার নিয়ম ২০২৩

কিভাবে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন ?

এস.এস.সি ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩ আবেদনের জন্য আপনি সরাসরি শিক্ষা বোর্ডের নিদিষ্ট অফিসে চলে যেতে পারেন। তবে এর কোন প্রয়োজন নেই আপনি ইচ্ছা করলে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ঘরে বসে আবেদন করতে আপনার প্রয়োজন হবে একটি টেলিটক সংযোগসহ একটি মোবাইল ফোন এবং ফোনে আবেদনের জন্য পর্যাপ্ত ব্যালেন্স। যাদের টেলিটক সংযোগ নেই তারা অন্য কারো টেলিটক সংযোগ অথবা নিকটস্থ অনলাইনের দোকানে যোগাযোগ করতে পারেন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি এই নাম্বারে 01757-622234 যোগাযোগ করে আবেদন করতে পারেন। এই নাম্বারটি একটি অনলাইন-সাভির্স সেন্টার তারা নিদিষ্ট চার্জের বিপরীতে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন আবেদন ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে। নিম্নে দেওয়া হল নিজে নিজে কিভাবে ঘরে বসে আবেদন করবেন তার সর্ম্পূন্য প্রক্রিয়া।

ঘরে বসে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া

১. আবেদনের জন্য প্রয়োজন হবে –  একটি টেলিটক সংযোগসহ মোবাইল ফোন ২. আবেদন ফি- ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্য মোবাইল থেকে ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২টি পত্র রয়েছে যেমন : বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২টি পত্রের আবেদন বলে গন্য হবে। যেমন : বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজী উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা। ৩. আপনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা যায় এরকম যে কোন অপারেটেরের একটি মোবাইল নাম্বার। 

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার নিয়ম

আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন RSC <space> আপনার বোর্ডের এর নামের প্রথম তিন অক্ষর <space> আপনার রোল নাম্বার <space> বিষয় কোড  এরপর পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে।   উদাহরণ দেখুন : মনে করুন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী ফলাফল নিরক্ষণের জন্য আবেদন করছে। যার রোল নাম্বার 246644 তার বাংলার জন্য আবেদন করবে । সে যেভাবে আবেদন করবে। RSC <space> DHA <space>246644 <space> 101 এরপর পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে।   

আপনি একটি এস.এম.এস মাধ্যমে একাধিক বিষয়ের খাতা/পত্র নিরক্ষণের জন্য আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে প্রতিটি বিষয়ে কোড উল্লেখ্য করে কমা “,” ব্যবহার করতে হবে । আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন RSC <space> আপনার বোর্ডের এর নামের প্রথম তিন অক্ষর <space> আপনার রোল নাম্বার <space> বিষয় কোড  এরপর একাধিক বিষয়ে জন্য “,”কমা ব্যবহার করে তারপর অন্য একটি বিষয় কোড দিতে হবে তারপর পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে।

এস.এস.সি পরীক্ষার ২০২৩ সালের সংক্ষিপ্ত পরিসংখ্যান

উদাহরণ দেখুন : মনে করুন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী ফলাফল নিরক্ষণের জন্য আবেদন করছে। যার রোল নাম্বার 246644 তার বাংলা,ইংরেজী ও গণিত এর জন্য আবেদন করবে । সে যেভাবে আবেদন করবে। RSC <space> DHA <space> 246644 <space> 101, 107,109 এরপর পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে।   ফিরতি এস.এম.এস একটি পিন নাম্বারসহ কত টাকা চাজ কেটে নেওয়া হবে জানিয়ে একটি ম্যাসেজ প্রদান করা আপনার মোবাইলে। আপনি রাজি থাকলে এরপর ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন  RSC <space> Yes <space> ফিরতি ম্যাসেজে প্রদত্ত পিন নাম্বার <space> আপনার সাথে যোগাযোগের যে অপারেটের মোবাইল নাম্বার এরপর আবার পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।    

উদাহরণ দেখুন : মনে করুন ফিরতি ম্যাসেজে পাঠানো হয়েছে Pin Number : 123456789 এবং যোগাযোগ নাম্বার 01710-XXXXXX তাহলে যা করতে হবে : RSC <space> Yes <space> 123456789 <space> 01710-XXXXXX পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।এই হলো মোটামোটিভাবে ঘরে বসে মোবাইলে এস.এম.এস মাধ্যমে আবেদন করার নিয়ম। সাধারণ আবেদনের ১মাসের মধ্যেই এর ফলাফল প্রদান করে বাংলাদেশ শিক্ষা বোর্ড। ফলাফল প্রকাশ হলে আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি রোল নাম্বারে মাধ্যমে অনলাইনে মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

আবেদন করার নির্ধারিত সময় : ২০২৩ সালের এস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ০০-০৮-২০২৩ ইং তারিখ হতে ০০-০৮-২০২৩ ইং তারিখ রাত ১১ টা ৫৯ পর্যন্ত আবেদন করা যাবে।পাশের হারের দিকে হতাশা ভর করলেও পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সেই হতাশা অনেকটাই ভরসাই রুপ নিতেই পারে।

আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: