এই মাত্র
লোডিং...
নারায়ণগঞ্জ জেলায় বেশকিছু পদে নিয়োগ দিবে নারায়ণগঞ্জ কলেজ

নারায়ণগঞ্জ জেলায় বেশকিছু পদে নিয়োগ দিবে নারায়ণগঞ্জ কলেজ

নারায়ণগঞ্জ কলেজ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত। Narayanganj College Job Circular 2023। নারায়ণগঞ্জ জেলা সদরে অবস্থিত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান নারায়নগঞ্জ কলেজে। নিয়োগ সার্কুলার অনুযায়ী সরকারি নিয়োগ বিধি মোতাবেক এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী শুন্যপদে (এমপিও) এবং কলেজ অর্থায়নে (নন-এমপিও) নিম্মে বর্ণিত পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের সার্কুলার বর্ণিত উপায়ে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল। নারায়ণগঞ্জ কলেজ নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল। 

 

নারায়ণগঞ্জ কলেজ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৩ইং

নারায়ণগঞ্জ কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

১। একাউন্টস অফিসার (আইসিটি)
খালি পদ  ০১জন (চুক্তিভিত্তিক নিয়োগ)
শিক্ষাগত যোগ্যতা : হিসাব বিজ্ঞান / ফিন্যান্স বিষয়ে এমবিএ/মাস্টার্স।

২। অফিস সহকারী(নন-এমপিও)
খালি পদ  ০১জন  
শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি /সমমান। কম্পিউটার পরিচালনায় যোগ্যতা।

৩। নিরাপত্তা কর্মী (দারোয়ান-নন-এমপিও)
খালি পদ  ০১জন  
শিক্ষাগত যোগ্যতা : জে.এস.সি/জে.ডি.সি/সমমান।সু-স্বাস্থ্যর অধিকারি হতে হবে।

৪। ল্যাব সহকারী (শূন্যপদ-এমপিও) : পদার্থ
খালি পদ  ০১জন  
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ

৫। ল্যাব সহকারী (শূন্যপদ-এমপিও) : রসায়ন
খালি পদ  ০১জন  
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ।

৬। ল্যাব সহকারী (শূন্যপদ-এমপিও) : তথ্য যোগাযোগ
খালি পদ  ০১জন  
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ।

৭। ল্যাব সহকারী (শূন্যপদ-এমপিও) : উদ্ভিদ ও প্রানিবিজ্ঞান বিভাগ
খালি পদ  ০১জন  
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ।
৮। অফিস সহায়ক (শূন্যপদ-এমপিও)
খালি পদ  ০৩জন  
শিক্ষাগত যোগ্যতা : জে.এস.সি/জে.ডি.সি/সমমান।সু-স্বাস্থ্যর অধিকারি হতে হবে।

৯। নিরাপত্তা কর্মী
খালি পদ  ০১জন  
শিক্ষাগত যোগ্যতা : জে.এস.সি/জে.ডি.সি/সমমান।সু-স্বাস্থ্যর অধিকারি হতে হবে।

১০। পরিচ্ছন্নতা কর্মী
খালি পদ  ০২জন  
শিক্ষাগত যোগ্যতা : জে.এস.সি/জে.ডি.সি/সমমান।সু-স্বাস্থ্যর অধিকারি হতে হবে।

১০। নৈশ পহরী ও আয়া
খালি পদ  ০১জন + ০১ জন   
শিক্ষাগত যোগ্যতা : জে.এস.সি/জে.ডি.সি/সমমান।সু-স্বাস্থ্যর অধিকারি হতে হবে।
 
সৃষ্টপদে নিয়োগ এমপিওভুক্তির যোগ্য নয়। কলেজ অর্থায়নে প্রচলিত নিয়মে বেতন ভাতা প্রদান করা হবে। সকল ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমর্থনে সনদপত্র,পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র/নাগরিক সনদপত্র ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক; নারায়ণগঞ্জ কলেজ এর অনুকুলে ৫০০/-(পাঁচশত) টাকার পে-অর্ডারসহ (অফেরতযোগ্য) আবেদনপত্র আগামী ৩১/১২/২০২৩ তারিখের মধ্যে অধ্যক্ষের বরাবরে ডাকযোগে প্রেরণ করতে হবে। হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। যারা ইতিপূর্রে আবেদন করেছেন,তাদের আবেদন করার প্রয়োজন নাই। 

চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম : নারায়ণগঞ্জ কলেজ ( Narayanganj College )
  • প্রতিষ্ঠানের ঠিকানা : বেরাইদেরচালা, শ্রীপুর, গাজীপুর।
  • চাকিরর ধরণ : বেসরকারি চাকরি
  • প্রতিষ্ঠানের ধরণ : শিক্ষা প্রতিষ্ঠান
  • পদের ক্যাটাগরি/শ্রেণীবিভাগ : সর্বমোট ১০টি
  • খালি পদের সংখ্যা : সর্বমোট ১৫টি (সম্ভাব্য)
  • সম্পূর্ণ সার্কুলার পিডিএফ : সার্কুলার নিম্নে দেওয়া রয়েছে
  • চাকরির আবেদন ওয়েবসাইট/ইমেইল : প্রতিষ্ঠান ঠিকানায় আবেদন পাঠাতে হবে
  • আবেদনের মাধ্যম : ইমেইল ঠিকানা : ডাকযোগ/কুরিয়ার মাধ্যমে আবেদন
  • আবেদনের জন্য ডকুমেন্টসমূহ : আপডেট সিভি ও ছবি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ
  • আবেদন ফি : ৫০০ টাকা । (পে-অর্ডারসহ (অফেরতযোগ্য)
  • ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : পরবর্তীতে ফোনে বা ই-মেইলে জানানো হবে

বি:দ্র:- উপরোক্ত তথ্য উপাত্তসমূহ ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপন ও আপডেট তথ্য প্রদান করার চেষ্ঠা করা হয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। যদি আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। উল্লেখ‌্য তথ্যসমূহ শুধুমাত্র আপনার তথ্যের চাহিদা পূরণ করবে। নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোন দ্বায়-ভার নিউজ-ই-ল্যাব কর্তৃপক্ষ বহন করতে ইচ্ছুক নয়।

আমাদের সাথে যুক্ত হতে পারেন : ফেসবুক পেইজ | | ফেসবুক গ্রুপ

উপরোক্ত তথ্য সম্পর্কিত কোন মতামত জানাতে চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

0 মন্তব্য সমূহ: